ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিন ছুটি
আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি এক দিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আগামী বছরের (২০২৫ সাল) সরকারি এ ছুটির তালিকা অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী আগামী বছর মোট ছুটি (৯ দিনের সাপ্তাহিক ছুটির পাঁচটি শুক্রবার ও চারটি শনিবার ব্যতীত) ১৭ দিন, যা ২০২৪ সালে দুই দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত ছিল ২০ দিন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১২দিন সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে তিনটি শুক্রবার ও দুইটি শনিবার মিলে মোট পাঁচটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার মিলিয়ে মোট চারটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে।
ধর্মীয় পর্ব উপলক্ষে সরকারি কর্মচারীদের বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগের বিবরণ দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে একটি সাপ্তাহিক ছুটির দিন শনিবার।
২০২৫ সালের জন্য ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হইয়াছে, অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (৯ দিনের সাপ্তাহিক ছুটির পাঁচটি শুক্রবার ও চারটি শনিবার ব্যতীত) ১৭ দিন।
উল্লেখ্য, ২০২৪ সালে অনুমোদিত মোট ছুটি (দুই দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত) ছিল ২০ দিন। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।