আন্দোলনে অংশ নেওয়ারা এক থাকুন, ভুয়া সমন্বয়কদের ব্যপারে সতর্ক হোন : সারজিস আলম
মাদারীপুর সফরে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম। সেখানে তিনি আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়ে এই সমন্বয়ক আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থীদের একতাবদ্ধ হয়ে কাজের আহ্বান জানিয়েছেন। বলেছেন, আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে তা থাকলে পরিণতি খারাপের দিকে যাবে। একইসঙ্গে ভুয়া সমন্বয়কদের বিষয়ে তিনি হুঁশিয়ারি দেন।
সমন্বয়কদের সতর্ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক মো. সারজিস আলম বলেছেন, ‘৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদের আলাদা করতে হবে। এদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদের আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজ খেয়ে ফেলবে।’
মাদারীপুর পৌরসভার হলরুমে আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মতবিনিময় সভায় সারজিস আলম বলেন, এদের মধ্যে কেউ ক্ষমতার অপব্যবহার করলে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাস্টিস হওয়ার চিন্তা করে কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে, তাদের বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।
এ সময় সারজিস আলম মাদারীপুর জেলায় নিহত ১৭ জনের পরিবার ও আহত দেড় শতাধিক পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরে নিহত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।