গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার, রিমান্ডের আবেদন
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার ৪ (নভেস্বর) দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ডিএমপির জনসংযোগ শাখার এডিসি ওবায়দুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, তাপসের প্রগতি সরণির অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলায় ভাঙচুর করা হয়।
রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। ৮ থেকে ১০তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়।