পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান থানজামা লুসাই
বান্দরবানের ১৫ সদস্যের জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পুনর্গঠিত জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান হলেন অধ্যাপক থানজামা লুসাই৷ নতুন সদস্যরা হলেন রাজুময় তঞ্চঙ্গ্যা, মাম্যানু, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উমচিং মারমা, খামলাই ম্রো, মংএচিং চাকমা, সানাইপ্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাংফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মারমা ও খুরশিদা ইসহাক।
এদিকে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিযুক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যরা পালিয়ে যাওয়ায় অচলাবস্থা তৈরি হয় পার্বত্য জেলা পরিষদে। এতে নাগরিকসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে। তাই দীর্ঘ তিন মাস পর বান্দরবানসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের খবরে পার্বত্যবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এদিকে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের সরকারি পরিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।
অপরদিকে সরকারের ঘোষিত পরিষদকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, ‘পার্বত্য জেলা পরিষদগুলো তিন মাস ধরে শূন্য। অচলাবস্থা দূর করতে সরকার বান্দরবানসহ তিন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ও সদস্য নিযুক্ত করে পার্বত্যাঞ্চলে চলমান সংকট নিরসন করেছে। দায়িত্বপ্রাপ্তদের হাত ধরে এগিয়ে যাবে পার্বত্য জনপদ, এমনটাই প্রত্যাশা করি।’