রাজধানীতে প্রবেশে কড়াকড়ি বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা তল্লাশি
জননিরাপত্তা রক্ষায় বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে প্রবেশে তল্লাশি জোরদার করেছে পুলিশ। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
আজ রোববার (১০ নভেম্বর) ভোররাত থেকে সাভারে রাজধানীর প্রবেশ মুখগুলোতে এমন কড়াকড়ি অবস্থানে দেখা গেছে পুলিশকে। পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশের সদস্যরা রাজধানী অভিমুখী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলে তল্লাশি চালান। সন্দেহভাজনদের ঢাকায় প্রবেশের কারণ জানতে চান।
তল্লাশি কার্যক্রমে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ জানান, দুষ্কৃতকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জননিরাপত্তায় কড়াকড়ি অবস্থান নেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা জানান, নাশকতা এড়াতে পুলিশের অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সামরিক হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার তিন মাস পর আওয়ামী লীগ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টের মাধ্যমে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’রোববার রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার ডাক দেয়।
এর আগে গত শুক্রবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিও বার্তায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই কর্মসূচি নিয়ে কথা বলতে শোনা গেছে। এমন পরিস্থিতিতে শনিবার রাত থেকেই রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিরোধে সেখানে অবস্থান করার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিলে ভাঙচুর ও অবমাননার পরিকল্পনা বাস্তবায়ন করছিল বলে জানিয়েছে পুলিশ।