নির্বাচিত সংসদই কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে সক্ষম : শরিফ উদ্দিন জুয়েল
গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, এদেরকে শক্ত হাতে দমন করতে নতুন নির্বাচিত সরকারের বিকল্প নাই৷ জনগণের ক্ষমতায়নের জন্যই নূর হোসেন থেকে আবু সাঈদ, মীর মুগ্ধরা জীবন উৎসর্গ করেছে। আমরা দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই৷ নির্বাচিত সংসদই কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে সক্ষম।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কলোনি বাজার সংলগ্ন মাঠে যুবদল ঢাকা মহানগর উত্তরের ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, আগামী জানুয়ারি মাসেই আমরা জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই৷ আওয়ামী ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জুয়েল বলেন, জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছেন, বিএনপি আপনাদের সমর্থন দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্ররা দিয়েছে। বিএনপি এখনও আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছে। জনগণের সমর্থন আপনাদের সাথে আছে। দেশ স্বৈরাচারমুক্ত হলেও দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণের বাইরে।
শরিফ উদ্দিন জুয়েল আরও বলেন, এদেশের মানুষ দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছে। কত মায়ের বুক খালি হয়েছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করার পরে এদেশের জনগণ এখন সফল হয়েছে। তবে যতদিন না মানুষের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবো না ততদিন পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়েছে এটা বলা যাবে না।
সভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যারা গণতন্ত্র নির্বাচন এগুলো আড়াল করতে চায় তারা পক্ষান্তরে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবে। চারদিকে এক ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তৈরি থাকতে হবে। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এইজন্যে এই সরকারকে আমরা সহযোগিতা করছি। এবং এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর আগ পর্যন্ত আমাদেরকে তৈরি থাকতে হবে।
২৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে সদস্য সচিব খন্দকার মোস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, যুবদল নেতা মনিরুজ্জামান মনির, মোহাম্মদ আলী প্রমুখ।