শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে : শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধুলায় যদি আমাদের যুবসমাজ ও ছাত্রসমাজকে অনুপ্রাণিত ও উৎসাহ করতে পারি; তাহলে আমাদের যুবসমাজ সকল প্রকার সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।
ফরিদপুরের সালথায় বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকারে ছিল এবং যখন ছিল না সব সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার নেতৃত্বে খেলাধুলাকে প্রাধান্য দিয়েছে। এছাড়া গ্রাম্য যে খেলাগুলো রয়েছে আমাদের দল সেগুলোকেও সব সময় প্রাধান্য দিয়ে এসেছে।
রোববার বিকেলে উপজেলার যদুনন্দী নবকামপল্লী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
৮ দলীয় টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় মধুখালী একাদশ বনাম কাশিয়ানী একাদশ অংশগ্রহণ করে। খেলায় টাইব্রেকারে মধুখালী একাদশকে টাইব্রাকারে ৫-৪ গোলে পরাজিত করে কাশিয়ানী একাদশ জয়লাভ করে।
খেলায় যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবকামপল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপিনেতা নজরুল ইসলাম, বাবুল আহম্মেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত প্রমুখ।
ফরিদপুরের সালথা উপজেলার সীমান্তবর্তী শেষ সীমানায় এই খেলাটি অনুষ্ঠিত হওয়ার কারণে গোপালগঞ্জ ও ফরিদপুরের চারটি উপজেলার হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলায় দেখতে উপস্থিত হন।

সঞ্জিব দাস, ফরিদপুর