খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শোকাতুর নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই শত শত নেতাকর্মী ভিড় করছেন। অনেকের হাতে ছিল প্রিয় নেত্রীর ছবি, আবার কাউকে অঝোরে কাঁদতে দেখা গেছে।
ঢাকার বাইরেও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ প্রতিটি বিভাগীয় শহর ও জেলা সদরে দলীয় কার্যালয়গুলোতে নেতাকর্মীরা সমবেত হয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করছেন। তৃণমূলের অনেক নেতাকর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বেগম জিয়া ছিলেন তাঁদের কাছে গণতন্ত্র ও সাহসের শেষ আশ্রয়স্থল, তাঁর চলে যাওয়া অপূরণীয় এক ক্ষতি।
ময়মনসিংহ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া
ময়মনসিংহ থেকে প্রতিবেদক আইয়ুব আলী জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অফিসে ভিড় করছেন শোকাভিভূত নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শোকাভিভূত নেতাকর্মীদের ভিড় বাড়ছে দলীয় অফিসে।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওহাব বলেন, খালেদা জিয়া ছিলেন জাতিয় রাজনৈতিক সংকটে ঐক্যের প্রতীক, আপসহীন এক গণতন্ত্রকামী জনবান্ধন নেত্রী। তার মুত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হবার নয়।
বরিশালে শোকের ছায়া, চলছে দোয়া মোনাজাত
বরিশাল থেকে প্রতিবেদক শাহিন জোনান, খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো বরিশাল জুড়ে। সকালে মৃত্যুর সংবাদ শুনে বরিশাল সদর রোডের জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। প্রথমে কালো পতাকা উত্তোলন ও পরে কালো ব্যাচ ধারণ করেন তারা।
খালেদা জিয়ার সঙ্গে কাটানো সময়গুলোর স্মৃতিচারণ করে কান্নাজড়িত কণ্ঠে নেতাকর্মীরা বলেন, আপসহীন নেত্রীর এমন চলে যাওয়ায় দেশের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। এসময় নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। পরে নেতাকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরত কামনা করে দোয়া-মোনাজাত করেন। একইসঙ্গে দলীয় কার্যালয়ে চলছে কোরান তিলাওয়াত।
খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক
সিরাজগঞ্জ থেকে প্রতিবেদক শরীফুল ইসলাম ইন্না জানান, খালেদা জিয়ার মৃত্যুতে সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন আপসহীন নক্ষত্রের বিদায় হলো। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি।

এনটিভি অনলাইন ডেস্ক