রাতের মধ্যেই সম্পন্ন হবে খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ এখনও চলছে। রাতের মধ্যেই কবর খোঁড়ার কাজ সম্পন্ন হবে। সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে এ কবর খোঁড়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জিয়া উদ্যান পরিদর্শনে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একজন আর্কিটেক্টের নকশা অনুযায়ী কবর খোঁড়ার কাজ পরিচালিত হচ্ছে। আশা করি রাতের মধ্যেই কবর খোঁড়ার কাজ সম্পন্ন হবে। ভবিষ্যতে পুরো এলাকাটি পুনর্গঠন করে কীভাবে সৌন্দর্য বর্ধন করা যায়, সে বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে।
উল্লেখ্য, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

নিজস্ব প্রতিবেদক