দুদিনে ডিএমপির ট্রাফিক বিভাগের
রাজধানীর সড়কে দুদিনে ২৭০৯ মামলা, ৯৮ লাখ টাকা জরিমানা

সড়কের যান শৃঙ্খলায় রাখতে কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্য। ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই অভিযানে গত দুই দিনে ৯৮ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ও শুক্রবার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান। তিনি জানান, গত দুদিনে এ ছাড়া দুই হাজার ৭০৯টি মামলা করেছে পুলিশ। এ সময়ে ২৪৩টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।
তালেবুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।