ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কিনা জনগণই নির্ধারণ করবে : সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্বমন্বয়ক সারজিস আলম বলেছেন, সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না তা জনগণই নির্ধারণ করবে। আমাদের দেশে আরও কয়েকটি দল দরকার। কারণ যত দল বাড়বে তত জবাবদিহিতা বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে মাইনাস টু ফর্মুলা বাদ দিয়ে প্লাস টু ফর্মুলা করতে হবে। তাহলেই দেশ দ্রুত আগাবে। গতকাল রোববার (১৭ নভেম্বর) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি এই ১০০ দিনে সরকারের কাছে যতটুকু আশা করেছিলাম সে অনুযায়ী আমাদের প্রত্যাশা পূরণ হয়নি সত্য। কিন্তু এই ১০০দিনে সরকারের অবস্থান আরো ভালো হত, যদি রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত। এদেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথা না ভেবে নিজের ব্যাক্তিগত ও দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়।
এই সমন্বয়ক আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে সচ্ছ নির্বাচন কমিশন, সচ্ছ আইনশৃঙ্খলা বাহিনীর দরকার। তাই যথাযথ যৌক্তিক সময় দরকার এই সরকারের। ছয় মাস যেমন এ সরকারের জন্য কোনো যৌক্তিক সময় হবে না, তেমনি আবার তিন থেকে পাঁচ বছরের মেয়াদকালও যৌক্তিক হবে না।
এদিকে মাওলানা ভাসানীকে নিয়ে সারজিস বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যাক্তিত্বের কথা চিন্তা করলেই চলে আসে প্রথম সারিতে ভাসানীর কথা। তিনি এদেশের মাটি ও মানুষের নেতা হতে পেরেছিলেন। কারণ তিনি সব মানুষের সঙ্গে মেশার জন্য লুঙ্গি ও পাঞ্জাবি পরতেন।
মাজার জিয়ারতের সময় সারজিস আলমের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বমন্বয়ক মো মাহিন সরকার, স্থানীয় স্বমন্বয়ক মো. আল আমিন, সিয়াম, মনিরুল ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ।