কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই। কমিটির পদ পাওয়ার পর প্রথমবার নিজ জেলা পঞ্চগড়ে আজ সোমবার (২৪ মার্চ) বিশাল গাড়িবহর নিয়ে যাওয়ার পথে এক পথসভায় এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায় আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পরে যে কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশে আর এগুলো হতে দেওয়া যাবে না। যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে, সাধারণ মানুষের কাছে লুটপাট করবে, তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না।
সারজিস আলম বলেন, পাঁচ বছরে যদি কোনো নেতার কাছে একদিন কিছু নেন, তাহলে পাঁচ বছর আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ মেম্বার, চেয়ারম্যান, এমপি-মন্ত্রী আর কাউকে দেওয়া যাবে না। আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।
পথসভায় বিগত শেখ হাসিনার সরকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, বাংলাদেশে ৫৩ থেকে ৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে দেড় থেকে দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।