ভারতের ভিসা রেস্ট্রিকশন তাদের ব্যক্তিগত বিষয় : হাসান আরিফ
প্রতিবেশী দেশ ভারতের ভিসা নিয়ে রেস্ট্রিকশন রয়েছে—এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ।
আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি মসজিদ উদ্বোধন ও ওয়ামী কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ এই মন্তব্য করেন।
উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেন, মুসলিম ওয়ার্ল্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম থাকা সত্ত্বেও সামগ্রিক দিক থেকে পিছিয়ে রয়েছে, তার একমাত্র কারণ শিক্ষা। সার্কভুক্ত দেশসমূহের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে।
প্রধান অতিথি এ এফ এম হাসান আরিফ তাঁর বক্তব্যে অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। এ জন্য তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সফররত ওয়ামি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরে আসার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে যথাসম্ভব জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
সৌদি রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় পাশে থাকবে।
বক্তব্য পর্ব শেষে অতিথিরা বেলুন উড়িয়ে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নির্মিতব্য হাসপাতাল ও স্কুল ভবনের নির্মাণকাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা-আলদুহাইলান, সৌদি আরব ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ ও স্থানীয় বিশিষ্টজনরা।