প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র জমা দিয়েছে কমিটি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি।
আজ রোববার (১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ প্রতিবেদন জমা দেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা।
গত ২১ আগস্ট অন্তর্বর্তী সরকার বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়। শ্বেতপত্রে উঠে আসা তথ্য আগামীকাল সোমবার গণমাধ্যমে তুলে ধরা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম তামিম।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)