ফরিদপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন
‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম মোল্লা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারিশকৃত) মো. ইমদাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসান, প্রফেসর এম এ সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সাতজন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক।