চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মূলপাড়া এলাকার ইচুলি-গল্লাক সড়কের এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহীরা হলো মূলপাড়া গ্রামের খাজা আমাদের ছেলে ইকবাল হোসেন (২০) ও মজুমদার বাড়ির ওবায়েদুল্যার ছেলে শাহাদাত হোসেন (১৮)।
স্থানীয় বাসিন্দা খোরশেদ ও হাবিব জানান, মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইকবালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করে। অ্যাম্বুলেন্সে নেওয়ার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় মারা যায় ইকবাল।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, দ্রুতগতির মোটরসাইকেলের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলে এবং অপরজন ঢাকায় নেওয়ার পথে মারা যায়। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।