পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায় : রেলপথ উপদেষ্টা
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির বলেছেন, আজকের পদ্মা রেলসেতু সংযোগের মাধ্যমে খুলনা ও ঢাকার মধ্যে একটা দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে। এখন পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন খুলনায় পৌঁছে যাবে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঢাকা-খুলনা-ঢাকা রুটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির বলেন, আমাদের রেলের নানারকম সংকট আছে। আপনারা অনেকে রেলের সেবায় অসন্তোষ ব্যক্ত করেন। আপনাদের জানতে হবে কেন আপনাদের কাঙ্ক্ষিত সুবিধা দিতে পারে না। আমাদের ইঞ্জিন সংকট, কোচের সংকট ও জনবলের সংকট রয়েছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলকর্মীরা বড় দায়িত্ব পালন করছেন।
রেল উপদেষ্টা বলেন, আমাদের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় অনেক বেশি। রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলে যারা সেনাবাহিনী সহায়তা করেন, সবাইকে অনুরোধ করব কীভাবে এটার খরচ কমান যায়। ব্যয় যদি কমানো না যায় তাহলে, রেল সেবা দেওয়ার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব না।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।