বান্দরবানে পুড়ল ত্রিপুরা সম্প্রদায়ের ১৬ বসতঘর
বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ী ত্রিপুরা জনগোষ্ঠীর ১৬টি বসতঘর আগুনে পুড়ে গেছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তংগোঝিরি নতুন পাড়া এলাকার বসতঘরগুলো দূর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের নতুন তংগোঝিরি পাড়ায় এসপি বাগান এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৮টি পরিবার বাস করতেন। পাড়াটির নাম দেওয়া হয়েছিল তংগোঝিরি নতুন পাড়া। বড়দিনের উৎসবে মঙ্গলবার রাতে এলাকার সবাই পাশের তংগোঝিরি পাড়া গীর্জায় প্রার্থনায় যায়। এলাকায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা বসতঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। এতে ১৬টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
নতুন তংগোঝিরি পাড়ার প্রধান (কার্বারি) পাইসাপ্রু ত্রিপুরা জানান, তাদের ভোগদখলীয় জমিগুলো কথিত এসপির লোকজন দখল করে তাদের বিতাড়িত করেছিল। দখলীয় জমির নাম দিয়েছিল এসপির বাগান।
গত ৫ আগস্ট গণঅভ্যুথানের পর ওই এসপির লোকজন এলাকা থেকে চলে গেলে সেখানে ১৮টি ত্রিপুরা পরিবার বসবাস শুরু করে।
সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি বলেন, তংগোঝিরি এলাকায় নতুন তংগঝিরি পাড়াটি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে। রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১৬টি ঘর পুড়ে গেছে বলে শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত বলা যাবে।
লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব জানান, নতুন তংগোঝিরি পড়ার ক্ষতিগ্রস্ত এলাকাটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে হিংসাত্মকভাবে ১৬টি ঘর পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ দেওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে। আপাতত কম্বল, খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক ভুঁইয়া জানান, সরই ইউনিয়নের দুর্গম তংগঝিরি এলাকায় আগুনের ঘটনা ঘটে। গত ৫ আগস্টের পর ভূমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও বেদখলবিষয়ক ঘটনা রয়েছে। যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।