শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত জামায়াতের আমিরের
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহীদ আব্দুল্লার বাড়ি বেনাপোল পোর্ট থানার পৌরসভার বড়আঁচড়া গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন জামায়াতের আমির। এ সময় তিনি আব্দুল্লাহর মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ নেন।
এর আগে জামায়াতে ইসলামীর আমির যশোর টাউন হল ময়দানে জামায়াতে ইসলামীর একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন এবং দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
জামায়াতের আমির বলেন, আব্দুল্লাহ এলাকার গৌরব। তাঁর কারণে আজ আমাদের এখানে আসা। আব্দুল্লাহ শহীদ না হলে আদৌ এখানে আসার সৌভাগ্য হতো কি না আমি জানি না। শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তাঁর আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত। আমি আশা করি, সারা দেশ তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁকে জাতীয় বীরের মর্যাদা দেবে।’
জামায়াতের আমির আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী সবাই ন্যায়বিচার পাবেন।’ বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় এসব পরিবারের পাশে পাশে থাকবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা শাখার আমির গোলাম রসুল, শার্শা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।