টেকনাফে অপহৃত বন বিভাগের ১৮ শ্রমিক উদ্ধার
কক্সবাজারের টেকনাফে বন বিভাগের অপহৃত ১৮ শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। উদ্ধার অভিযানের সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। অপহরণ চক্রটিও শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর অধিনায়ক।
এইচ এম সাজ্জাদ হোসেন জানান, টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা ও বনবিভাগের সহায়তায় র্যাব, এপিবিএন সদস্যরা একটি আস্তানা থেকে বন বিভাগের ১৮ শ্রমিককে উদ্ধার করে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পাহাড়ি এলাকায় বন বিভাগ ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে র্যাবের একাধিক টিম এবং বিজিবি পুলিশ ও এপিবিএন দিনভর অভিযান চালায়। দুপুর থেকে বিকেল পর্যন্ত গহীন পাহাড়ে ড্রোন দিয়ে অভিযান চালায়। সন্ধ্যায় পাহাড়ি এলাকা থেকে ১৮ বন শ্রমিককে উদ্ধার করে র্যাব।
বনকর্মীদের উদ্ধার করার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অপরদিকে মঙ্গলবার সকালে পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসীরা আজ ৯ জনকে অপহরণ করে। সকালে হোয়াইক্যং থেকে শামলাপুর যাওয়ার পথে দুটি অটোরিকশা চালকসহ ৮ জনকে অপহরণ করা হয়। গতকাল সোমবার রাতে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে অপহরণ করা হয় আরও একজনকে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুটি অটোরিকশা থামিয়ে চালকসহ ৮ জনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন শামলাপুর সিএনজি অটোরিকশার লাইনম্যান মো. আবদুর রহিম।
আবদুর রহিম বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং-শামলাপুর সড়কে পৌঁছালে ঢালা থেকে ডাকাতদলের সদস্যরা দুটি সিএনজির চালকসহ আনুমানিক ৮ জনকে অপহরণ করে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে অপহৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।
অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে জানিয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার সাহা জানিয়েছেন, হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুটি সিএনজি অটোরিকশা থেকে চালকসহ যাত্রী অপহরণের ঘটনা শুনে অভিযান চালানো হচ্ছে। কতজন অপহরণ হয়েছেন তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। সিএনজি দুটি উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।
নুরুল ইসলাম জানান, সশস্ত্র সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি করে দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ মুদির দোকান থেকে জসিমকে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যাওয়া হয়েছে। অপহরণের পর এখনও সন্ত্রাসীদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি।