থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯-এ ১১৮৫ কল
খ্রিস্টিয় নতুন বছর শুরুর রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ১ হাজার ১৮৫টি কল এসেছে। শব্দ দূষণ ও আতশবাজির প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা এসব কল করেন।
আজ বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ২০২৫ এর শুরুর রাতে খ্রিস্টিয় বর্ষবরণকে বরণ করতে উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড়, আতশবাজি ফাটিয়ে উদযাপন করা হয়। শব্দ দূষণ ও আতবাজির প্রতিকার চেয়ে ৯৯৯ নম্বরে ১ হাজার ১৮৫টি কল এসেছে। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল গ্রহণ করে কর্তৃপক্ষ।
আনোয়ার সাত্তার আরও জানান, প্রতিটি ক্ষেত্রে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়। অপরদিকে ঢাকার ধানমণ্ডির ল্যাবএইডের পাশে স্বপ্ন শপিং-মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নিনির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।