ডিআইজি অফিসে হাঙ্গামার ভিডিও ভাইরাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয়ে একদল শিক্ষার্থীর ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে হাঙ্গামার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৬ মিনিট ৫৭ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের পলাতক সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে মোহিত উর রহমান শান্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেই ভিডিও আপলোড করে তিনি লিখেন, ‘আমাদের ময়মনসিংহের DIG সাহেবের সাথে মেধাবিদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়।’
ঘটনাটি ঘটেছে ২৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে। সেই ভিডিওতে শোনা যায়, শিক্ষার্থীরা ডিআইজিকে প্রশ্ন করছেন তিনি প্রতি সপ্তাহে কেন বাড়িতে যান। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়ামী লীগনেতাদের নিয়ে বৈঠক করেছেন আর বৈষম্যবিরোধী আন্দোলনে ময়মনসিংহে নিহত রেদুয়ান আহমেদ সাগর হত্যা মামলার আসামিরা কেন ঘুরে বেড়াচ্ছে।
ভিডিওতে দেখা যায়, ডিআইজি ড. আশরাফুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বাদানুবাদ।
এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি ড. আশরাফুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ছাত্রদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। আর একজন পলাতক সংসদ সদস্যের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ পাওয়ায় এটি প্রমাণ হয় যে ঘটনাটি পরিকল্পিত। যিনি ভিডিওটি ধারণ করেছেন তিনি বা তারা পুলিশ প্রশাসনকে হেয় করতেই এটি করেছেন। ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন।
ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘আমি এখানে যোগ দিয়েছি কয়েকদিন হলো। সব বিষয়েই আমি এখনও অবগত নই। ছাত্রদের এমন আচরণ আমাদের কারোরই কাম্য নয়। একজন ছাত্র বলেছেন, তার এক আত্মীয় কমিশনার। তাকে কেন গ্রেপ্তার করা হলো? আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে দেখা যায় তিনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাই পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। বিষয়টি ডিআইজি স্যার দেখছেন।’
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। যারা সেখানে গিয়েছিল তারা সবাই সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু ভাইয়ের অনুসারী।’
এ বিষয়ে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আসলে আমরা ছাত্ররা সবাই মিলে আন্দোলন করেছি। এক সঙ্গে চা খাই, আড্ডা দেই। আমরা সবাই ছাত্র। আমাদের কোনো কমিটি নেই। আমরা কেউ কারো না।