ময়মনসিংহের তিন আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির প্রার্থীরা
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থীরা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-৪ আসনে বিএনপির প্রার্থী দলের সহ সাংগাঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এবং ময়মনসিংহ-৫ আসনে দলটির প্রার্থী জাকির হোসেন বাবলু রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিপুল নেতাকর্মী উভয় প্রার্থীর সঙ্গে ছিলেন।
মনোনয়নপত্র দাখিল করার আগে জেলা বিএনপির অফিসে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়।
মনোনয়ন দাখিলের পর ময়মনসিংহ-৪ আসনে বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের মেধা-প্রজ্ঞা দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা করছে। আমরা দল হিসেবে বিএনপি তাদেরকে সহায়তা করব। মনে রাখতে হবে, আমরা স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে লড়াই করব, ভোটের মাধ্যমে তাদের পরাজিত করব।
অন্যদিকে, ময়মনসিংহ-৫ আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু তার বক্তব্যে গ্রামীণ দুস্থ নারী, কৃষক ও মসজিদের ইমামদের জন্য কার্ডের ব্যবস্থা করা, শিক্ষার মানের উন্নতি, মাদক নির্মুল এবং রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এর আগে সকালে ৯টায় গফরগাঁও-১০ আসনে বিএনপির প্রার্থী আকতারুজ্জামান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ