বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন স্থানীয় বিএনপির নেতারা।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বগুড়া-৬ আসনের প্রার্থী তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিন বেলা পৌনে তিনটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অপরদিকে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুর ২টায় বগুড়া সদর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ আসনে জামায়াতের প্রার্থী গোলাম রব্বানী মনোনয়নপত্র দাখিল করেন।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া