প্রতিদিনের বাংলাদেশ ছাড়লেন সম্পাদক মুস্তাফিজ শফি
অবশেষে প্রতিদিনের বাংলাদেশ ছেড়ে দিলেন সম্পাদক মুস্তাফিজ শফি। ৩১ ডিসেম্বর মঙ্গলবার পত্রিকাটিতে শেষ অফিস করেন তিনি। একইসঙ্গে সহযোগী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ ও ইমতিয়ার শামীম, চিফ রিপোর্টার আজিজুল পারভেজ, সহকারী সম্পাদক (সাহিত্য) ফারুক আহমেদ পত্রিকাটি ছেড়েছেন। পদত্যাগপত্র জমা দিয়ে নোটিশ সময় পার করছেন আরও অনেকে।
২০২৩ সালের ৮ জানুয়ারি মুস্তাফিজ শফির সম্পাদনায় আনুষ্ঠানিকভাবে বাজারে আসে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। অল্পদিনেই পত্রিকাটি পাঠকমহলে সাড়া ফেলে।
মুস্তাফিজ শফি ১৯৮৮ সালে সাপ্তাহিক সিলেট সংবাদ ও লন্ডনের সাপ্তাহিক সুরমায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৪ সালে জাতীয় পর্যায়ে তার সাংবাদিকতা শুরু হয়। গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন আজকের কাগজ, মানবজমিন, প্রথমআলো, আমার দেশ, সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায়।
প্রতিদিনের বাংলাদেশে যোগ দেওয়ার আগে প্রায় ছয় বছর সমকালে নির্বাহী সম্পাদক এবং সর্বশেষ সাড়ে তিন বছরের বেশি সময় ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক।