ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন–আব্দুল্লাহ পরিবহণের হেলপার মো. জীবন (৪৪) ও বাসযাত্রী মো. রায়হান (২৭)।
মো. জীবন শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা এবং রায়হান সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, মিনিবাসটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ উড়ে যায়। বাসটি দুমড়েমুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে।
এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত ও চারজন গুরুতর আহত হন।