ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইলের বড্ডাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও অটোরিকশার যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা নিয়ে সরাইল বাজার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইউসুফ ও মুসলিম মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, এ ঘটনায় ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া