১৫ পুলিশ হত্যার মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে আব্দুল লতিফ বিশ্বাসকে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আজ বিকেলে বেলকুচির কামারপাড়ার নিজ বাসভবন থেকে যৌথবাহিনী লতিফ বিশ্বাসকে আটক করে।
এদিকে লতিফ বিশ্বাসের ফাঁসি ও শাস্তির দাবিতে বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়, গত ৪ আগস্ট, এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ১৫ পুলিশ নিহত হন। এই ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।