কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ সালাহ উদ্দিন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ৫টি রামদা জব্দ করা হয়। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
আজ সোমবার (৬ জানুয়ারি) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এটিএম আক্তার উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সালাহ উদ্দিন উপজেলার গুণবতী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শাহজাহানের ছেলে।
এ বিষয়ে ওসি এটিএম আক্তার উজ জামান বলেন, রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে যৌথবাহিনী সালাহ উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় একটি ওয়ান শুটার গান, ৫টি রামদা এবং বাংলাদেশি দুটি পাসপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।