পাঠ্যপুস্তকে আবু সাঈদ হত্যার তারিখ ভুল, বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
নবম শ্রেণির ইংরেজি বইয়ে শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের তারিখ ভুল ছাপানো ও গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতিচেষ্টার প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। আজ সোমবার ৬ জানুয়ারী বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে। যা দেশে এবং সারা বিশ্বে বহুল আলোচিত ও প্রচারিত। অথচ বোর্ড কর্তৃক ছাপানো বইয়ে ১৭ জুলাই উল্লেখ করা হয়েছে। এটা চরম দায়িত্বহীনতা এবং ষড়যন্ত্রশূলক।
শিক্ষার্থীরা অভিযোগ পাঠ্য বইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে, তারা জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে। এদের চিহ্নিত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বেরোবির শিক্ষার্থী শামসুর রহমান সুমন, হেলাল মিয়া, রুমন বকসি, নয়ন মিয়া ও আরমান হোসেন।
অপর দিকে এনসিটিবির কর্মকর্তারা এই ভুলের কথা স্বীকার করে বলেছেন, তাঁরা দ্রুতই এ বিষয়ে সংশোধনী দেবেন।
এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ে নানাভাবে উঠে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের কথা। গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিষয়বস্তু।
নবম-দশম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা ‘গ্রাফিতি’ নামে একটি অধ্যায় যুক্ত হয়েছে। এর শুরুতে রাজধানীর মেট্রোরেলের পিলারে আঁকা ‘হামাক বেটাক মারলু কেনে?’ শীর্ষক একটি প্রতিবাদী লেখা যুক্ত রয়েছে। এর পরের পৃষ্ঠায় এই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কথা রয়েছে। বইয়ে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৭ জুলাই। প্রকৃতপক্ষে এটি হবে ১৬ জুলাই।