আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে পড়েছে চারটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির চৌধুরী জানান, আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশা বাড়তে থাকায় রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে শাহ আলী ও ধানসিঁড়ি নামে দুটি রো রো ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে।
এ ছাড়া ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে ঢাকা, এনায়েতপুরী, বনলতা ও কেরামত আলী নামে চারটি ফেরি।
নাসির চৌধুরী আরও জানান, উভয়ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায়। এদের মধ্যে বেশিরভাগ পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস।