পুলিশের সাঁড়াশি অভিযানে অপহৃত ১৫ জনকে উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় দিনভর এই অভিযান চালিয়ে জেলা পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ সুপার মো. রহমত উল্লাহ আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে একটি অপহরণকারী চক্র রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফ ও উখিয়া এলাকার বিভিন্ন গ্রামে নানা প্রলোভন দেখিয়ে শিশু ও নিরীহ মানুষকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে আসছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের একাধিক দল টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযানে নামে। আজ ভোরে পুলিশের দল বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অপহরণকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে মোহাম্মদ হারুন ও নুর মোহাম্মদ নামে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। তাদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার হওয়া এসব ভিকটিম উখিয়া-টেকনাফ থানার বিভিন্ন এলাকার এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
অপহরণকারী চক্র এই ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১৬-১৭ দিন ধরে ধাপে ধাপে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক গহীন পাহাড়ের চুড়ায় আটক রাখে।
গ্রেপ্তার হওয়া দুজন ছাড়াও ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধ অপহরণকারী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশি ও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরাণার্থীদের অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায়ের অপরাধ করে আসছিল।
অপহরণকারী চক্রের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।