গোপালগঞ্জে অপহরণচক্রের ৫ সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জে অপহরণচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের মাঝিগাতী গ্রামের সিফাত খান (৩৫), একই গ্রামের সাব্বির খান (২৩), একই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ওহিদুল কাজী (২৭), একই ইউনিয়নের সাহাবুল শেখ (২৫) ও একই ইউনিয়নের শিবপুর গ্রামের সাগর মোল্লা (২৬)।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, গত ১৮ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকা থেকে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের অজিত রায়ের ছেলে গোপালগঞ্জ শহরের একটি মুদি দোকানের কর্মচারী অনুপ রায় (২৮) কে অপহরণ করে। তাকে সেখান থেকে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রামের বালা বাড়ির পিছনে নির্জন স্থানে নিয়ে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করে ওই অপহরণ চক্রটি। পরে অনুপের পরিবারের কাছ থেকে অনুপের মোবাইলফোনেই বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। পরে ওই চক্রটি একটি দোকান থেকে মোবাইলে বিকাশে টাকা বের করে নেয়। পরের দিন ১৯ জানুয়ারি অনুপের পরিবার থেকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের পর সদর থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। যে দোকান থেকে অপহরণকারীরা বিকাশে টাকা তুলে নেয়, ওই দোকানের সিসি ক্যামেরায় ওই অপহরণ চক্রটিকে দেখে শনাক্ত করে পুলিশ। তদন্তে অপহরণচক্রের সন্ধান পেয়ে বেশ কয়েকজনকে শনাক্ত করে গোপনে স্থানীয়দের জানিয়ে রাখে। রোববার বিকেলে ওই চক্রটির সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। শফিকুল মোল্যা নামে এক ইজিবাইক চালককে কম দামে সাদা মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে অপহরণ করে একই স্থানে নিয়ে নির্যাতন চালানোর সময় এলাকাবাসী সিফাত খান, সাব্বির খান, অহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যা নামের ৫ অপহরণকারীকে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে বেধড়ক মারপিট করে। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।