কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সুমন, সদস্য সচিব ওয়াসিম
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এক মাস আগে কমিটি বিলুপ্তির পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় উচ্ছ্বসিত কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নেতারা। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সদ্য ঘোষিত কমিটিতে জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে এক নম্বর যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমির।
এ ছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজি আমিন-উর রশীদ ইয়াছিন।
নতুন কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালে বিকএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এ কে এম আবু তাহেরের মৃত্যুর পর উপনির্বাচনে সুমন বিজয়ী হন। তিনি ২০০৮ সালের অক্টোবরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি অফিস করে দিয়েছিলেন।
প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলমের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, সৈয়দ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন। পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে তিনি নিজের এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের কাছে সমান জনপ্রিয়।
এর আগে ২০২২ সালে হাজি আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটি করে দলটি।