মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিচ্ছেন তারেক রহমান
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা টাকার অভাবে ভর্তি হতে পারছেন না তাদের এ সহায়তা দিচ্ছেন তিনি।
সোমবার (৩ জানুয়ারি) খুলনা জেলার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ও অসচ্ছল ছাত্র, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত রেজওয়ান আহমেদের ভর্তি কার্যক্রম ও বইপত্র কেনার জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনানের তত্ত্বাবধানে ও ডাইরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ এর ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন। আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অমল চন্দ্র পাল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এম আর হাসান, সভাপতি ড্যাব, বারডেম শাখার ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।
এর আগে, গত শনিবার (১ ফেব্রুয়ারি ) মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী ও নাটোর জেলার তিন মেধাবী শিক্ষার্থীকে উপহার হিসেবে বই, কঙ্কাল, আর্থিক ও অন্যান্য শিক্ষা উপকরণ উপহার পাঠান তারেক রহমান।
দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নাটোর জেলার লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী প্রার্থনা খাতুনের বাড়িতে গিয়ে মেডিকেলে পড়াশোনার এক সেট বই, একসেট কঙ্কাল, অ্যাপ্রোন ও প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এরপর দুপুরে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) মেধাবী শিক্ষার্থী মো. নীরব আলীর বাড়িতে গিয়ে মেডিকেলে পড়ার জন্য বই, বিভিন্ন শিক্ষা উপকরণসহ নগদ অর্থ উপহার দেন। সন্ধ্যায় রাজশাহী বাঘা উপজেলায় রংপুর মেডিকেলে উত্তীর্ণ প্রার্থনা খাতুনের বাড়িতে গিয়ে বই, কঙ্কাল, এপ্রোনসহ আর্থিক সহযোগিতা প্রদান করেন।