রাজধানীতে সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/aajij.jpg)
সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ। ফাইল ছবি
রাজধানীর কলাবাগান থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (৩ ফেব্রারুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেছেন।
খান আসিফ তপু জানান, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় রাজধানীর কলাবাগান থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
ডা. আব্দুল আজিজ ২০১৮ সালে ও ২০২৪ সালে সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।