ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় : জুয়েল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/juyyel.jpg)
ঢাকা মহানগর উত্তরের যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয়। এ অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণের অংশগ্রহণে সফল হয়েছে।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রামপুরা থানার অন্তর্গত ২৩নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফ উদ্দিন জুয়েল এ কথা বলেন।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, ‘বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের মুক্তিকামী জনতা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছে। অবশেষে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা গদি ছেড়ে পালিয়ে গেছে। এই আন্দোলনের রূপকার ও মাস্টারমাইন্ড একমাত্র তারেক রহমান।’
যুবদলনেতা জুয়েল বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। তাদেরকে সফল হতে দেওয়া হবে না।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে শরীফ উদ্দিন জুয়েল বলেন, ‘আমরা আপনাদেরকে এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি। আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সফল ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ, জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কারা হবে এবং একমাত্র জনগণের ভোটাধিকারের মাধ্যমেই এটা সম্ভব।’ অন্তর্বর্তীকালীন সরকারকে অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি।
জুয়েল তার বক্তব্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।
শরীফ উদ্দিন জুয়েল হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘যাদের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হবে কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যত ত্যাগী নেতাই হোক।’
২৩নং ওয়ার্ড যুবদলে আহ্বায়ক রতন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম ইসলাম নানুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমেদ ও জুলহাস আহমেদসহ অন্যান্যরা।