রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/aagun.jpg)
রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে রাজধানীর শ্যামপুরের ১১নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কারখানাটিতে পুরাতন জুতা রিসাইকেলিং করা হতো। ভোর ৫টা ৮ মিনিটে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস আরও জানায়, পরে একে একে পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুনে কাজ করে। সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।