গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই : শামসুজ্জামান দুদু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/dudu.jpg)
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ যদি জনগণের ম্যান্ডেডপ্রাপ্ত সরকার গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে, গণতন্ত্র গ্রহণ করতে ব্যর্থ হবে। সেজন্য আমরা নির্বাচনের কথা বলেছি। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, দেশে একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদের গ্রাস থেকে জাতি মুক্তি পেয়েছে। এ বিষয়ে যেসব ছাত্র জনতা অকুণ্ঠচিত্তে নিঃস্বার্থভাবে বুলেট বুকে ধারণ করেছে, জীবণকে উৎসর্গ করেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই ও তাদের জন্য প্রার্থনা করি।
শামসুজ্জামান দুদু বলেন, এত বড় একটা পরিবর্তনের পরেও বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল। তাদের জীবন ধারনের জন্য অন্তত পক্ষে গত সরকারের আমলের তুলনায় এবার অনেক ভালো থাকবে। কিন্তু, দুঃখের বিষয়, কোনো কোনো ক্ষেত্রে শুরুতেই দ্রব্যমূল্য একটু কমের দিকে গেলেও পরবর্তীতে বেড়ে যায়। মাঠ পর্যায়ের যে কৃষকরা সঠিক দাম পাওয়ার প্রত্যাশা করেছেন, সেটির ধারেকাছেও তারা যেতে পারেননি। এদেশের কৃষক-শ্রমিক সবসময় অবহেলিত থেকেছেন ও নির্মমতার স্বীকার হয়েছেন।
আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে ও সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহতথ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ প্রমুখ।