মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/madaripur_3_vua_army_mezor_arast.jpg)
মাদারীপুরের শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের মূলহোতা জাহাঙ্গীরসহ তিনজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
চক্রের মূলহোতা জাহাঙ্গীর পুলিশের কাছে ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার মো. আজমীর হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত নভেম্বর থেকে শিবচর থানা পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পারে একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। পুলিশ চক্রটি শনাক্তে কাজ শুরু করে। এরই মধ্যে গত ১০ ফেব্রুয়ারি সকালে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার নাসরিন আক্তার মায়া নামের এক নারীর মোবাইল নম্বরে প্রতারক চক্রের এক সদস্য ফোন দেয়। সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বলে হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারি জায়গায় পড়েছে। সেই দোকানের টিনের সঙ্গে সেনাবাহিনীর গাড়ি লেগে সামনের গ্লাস ভেঙে গেছে। তাই গ্লাস মেরামতের জন্য তিন হাজার ৫০০ টাকা এখুনি দিতে হবে। নয়তো আপনার সমস্যা হবে। ভয় পেয়ে ওই নারী সঙ্গে সঙ্গেই প্রতারকদের দাবি করা টাকা নগদের মাধ্যমে দিয়ে দেন। প্রতারক চক্রটি ওই নারীকে একাধিক বার ফোন করে তিন দফায় মোট আট হাজার টাকা নেয়। পরর্তী সময়ে ফোনে আরও টাকা দাবি করলে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী নারী শিবচর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে বিষয়টি জানান। এরপর সেনাবাহিনীর ক্যাম্প থেকে থানায় জিডি করার পরামর্শ দিলে ওই নারীর ছেলে শিবচর থানায় একটি জিডি করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনার পর সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ এই প্রতারক চক্রটি ধরতে শক্তিশালী টিম নিয়ে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রতারক চক্রটি শনাক্ত করে উপজেলার বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার জাহাঙ্গীর শেখ (৩৫), একই এলাকার সিমান্ত মালো (২০) ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাওছার শিকদারকে (২১) গ্রেপ্তার করে। তাদের মাদারীপুর আদালতে পাঠানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, এই চক্রটি বিভিন্ন মানুষের নামে ভুয়া সিমকার্ড তুলে তা দিয়ে প্রতারণা করে আসছে। একেক সময় একেক নম্বর ব্যবহার করে চক্রটি বলেও পুলিশ জানায়।
প্রতারক চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর শেখ বলেন, আমরা ঘুরে ঘুরে প্রথমে দেখতাম কার বাড়ি রাস্তার, কার দোকান রাস্তার পাশে, বা কাকে ভয় দেখালে টাকা পাওয়া যাবে। পরে ফোন করে মেজর পরিচয় দিয়ে টাকা চাইতাম। ওরা বিকাশ বা নগদে টাকা দিত।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, প্রতারক চক্রটি সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অবশেষে চক্রের মূলহোতাসহ তিনজনকে ধরতে সক্ষম হয়েছি। এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। চক্রের মূলহোতা আমাদের কাছে ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।