ভাষানটেকের বিআরপি বস্তিতে আগুন
          বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: এনটিভি।        
          রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টায় এ আগুন লাগে। পরে ফায়ার র্সাভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তালহা বিন জসিম বলেন, বেলা ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে আমাদের প্রথম ইউনিট পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করে। বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক