মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি শিশুটিকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং শিশুটির শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুরে মিরপুর স্কুল এন্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত স্থানীয় সুধীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, দেশে কোরআনি অনুশাসন নেই বলেই শিশুরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। অনেককেই জীবন দিতে হচ্ছে।
থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক।
ডা. শফিকুর রহমান বলেন, রমজান মাসেই বদর যুদ্ধ বিজয়ের মাধ্যমে ইসলাম প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছিল। মক্কা বিজয়ও হয়েছে এ মাসেই। এরপর বড় বড় বিজয়ের মাধ্যমে ইসলাম বিশ্বের অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। তাই বিশ্ব মানবতার মুক্তির জন্য ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে কুরআনের অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে দেশে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, খুন, ধর্ষণ অপহরণ কোনো কিছুই থাকবে না।
জামায়াত আমির বলেন, জাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। কোনো যুবক বেকার বা কর্মহীন থাকবে না। থাকবে না মানুষে মানুষে কোনো ভেদাভেদ বা বৈষম্য। তিনি দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রের পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।