খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শাহীনুর রহমান শাহীন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ মার্চ) দিনগত মধ্যরাতে খুলনা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহীন খুলনার দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম বলেন, রাতে দুর্বৃত্তরা গুলি করে শাহীনকে হত্যা করেছে। তার মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে।
ওসি সানোয়ার হোসেন মাসুম আরও বলেন, শাহীনের বিরুদ্ধে খুলনার দৌলতপুরের আলোচিত চরমপন্থি শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলা রয়েছে।