নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে বিক্ষোভ শিক্ষার্থীদের
জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদিকে গুলি করা প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনের খবর পেয়ে বিকেএমইএ কার্যালয়ের বাইরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে সাত দফা দাবি তুলে ধরেন। ২৪ ঘন্টার মধ্যে হাদি ভাইকে গুলি করা মূল আসামিকে গ্রেপ্তারের দাবি জানায়। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাত দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়। অন্যথায় জুলাই আন্দোলনের মতো আবারও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসার হুঁশিয়ারী দেয়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। এগুলো অবশ্যই যৌক্তিক দাবি। হাদিকে গুলি করা ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে না পারলেও তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ