আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার শোকে ভারসাম্যহীন হয়ে পড়া বাবা ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়া ফেরদৌস পেশায় ভ্যানচালক।
আদরের ছোট্ট আছিয়ার মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি এই বাবা। তাই মানসিক আঘাতে অনেকটা ভারসাম্যহীন পড়েছেন তিনি।
দেশজুড়ে আলোচিত ঘটনাটি শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নজরে রেখেছেন। তিনি দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে তার চিকিৎসাসহ সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিজ দায়িত্বে আছিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তাঁকে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেছেন।
আছিয়া গত ৫ মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। পরের দিন তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ৮ মার্চ তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ মার্চ দুপুরে মারা যায় সে। চিকিৎসার শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার চিকিৎসা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন। দলের স্বাস্থ্যসেবা সেলের সমন্বয়ক ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও তাঁর টিম সবধরনের সহযোগিতা করে আছিয়া ও তার পরিবারকে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এই ঘটনার শুরু থেকেই আছিয়ার পরিবারের সঙ্গে ছিলেন। তাদের যাবতীয় সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।