সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ ভোট পাবে বিএনপি : কায়কোবাদ

কুমিল্লা মুরাদনগর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা কাজ করে যাচ্ছে। বর্তমানে যারা আছে তাদের অনেকে আওয়ামী লীগের মতো তাদের নিজেদের লোকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। কিন্তু এতে কাজ হবে না। নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পেয়ে পাস করবে।
আজ শনিবার (২২ মার্চ) মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কায়কোবাদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।
কায়কোবাদ বলেন, যারা ষড়যন্ত্র করে তারা কামিয়াব (সফল) হবে না। ইউসুফ আব্দুল্লাহ হারুন অনেক চক্রান্ত করেছে। আল্লাহর রহমতে কিছুই করতে পারে নাই। আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ মীর তৌফিক আহমেদ। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব, জহিরুল ইসলাম সিদ্দিকী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক ছিনু বেগম, সহসভাপতি তাছলিমা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আহমেদ বাবু, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ প্রমুখ।