পিচঢালা রাস্তা দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নতুন পিচঢালা রাস্তা দেখতে গিয়ে গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রনি শেখ নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে রনির বন্ধু জিসান শেখ।
সোমবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাঘাজুড়ী-মাঝিগাতী সড়কের বাঘাজুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ডালনিয়া গ্রামের অলি শেখের ছেলে ও ডালনিয়া আই এ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী বোরহান শেখের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে খালাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বন্ধু জিসানকে সাথে নিয়ে পার্শ্ববর্তী বাঘাজুড়ী গ্রামের নতুন পিচঢালা রাস্তা দেখতে বাড়ি থেকে বের হয় রনি। বাঘাজুড়ী এলাকার নতুন সড়কে সাকল ১০টার দিকে রনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে জামগাছের সাথে ধাক্কা লাগে। ফলে মোটরসাইকেলটি সড়কের পাশে নির্মল গাইনের পুকুরের মধ্যে ছিটকে পড়ে। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমতাহিনা মৌরী রনি শেখকে মৃত ঘোষণা করেন। জিসান চিকিৎসাধীন রয়েছেন।
মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রনির লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।