‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের সংগঠনটি ভুয়া : বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের একটি ভুয়া সংগঠন বিভিন্ন প্রতারণা ও অবৈধ কাজ করছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গতকাল সোমবার (২৪ মার্চ) দলের পক্ষে এ কথা জানান।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, “একটি স্বার্থান্বেষী মহল ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি ২৫ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে।”
বিজ্ঞপ্তিতে রিজভী আরও উল্লেখ করেন, ‘অবৈধ ও ভুয়া সংগঠনটির কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো। ভুয়া সংগঠনটির সঙ্গে দলের নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)