ঈদে আবদুল্লাহর সম্বল পুরনো জোব্বা

ঈদের আনন্দ দুয়ারে কড়া নাড়লেও ১১ বছর বয়সী আব্দুল্লাহর জীবনে নেই এর ছিটেফোঁটাও। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া দারুল উলুম কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের এই শিক্ষার্থীর বাবা-মা থেকেও যেন নেই। ছয় মাস আগে মা তাকে মাদ্রাসায় রেখে গেছেন। এরপর থেকে আর কোনো খোঁজ নেননি তিনি।
মাদ্রাসায় গিয়ে দেখা যায়, শীর্ণকায় আব্দুল্লাহ ইবনে সাফির শরীর চর্মরোগে আক্রান্ত। প্রয়োজন চিকিৎসার। কিন্তু কে নেবে অসহায় শিশু আব্দুল্লাহর দায়িত্ব? হেফজখানার শিশু আব্দুল্লাহর জন্মই যেন আজন্মের বোঝা হয়ে উঠেছে। পরনের পুরোনো জোব্বাটিও সহপাঠীর দেওয়া। নেই ঈদের নতুন পোশাকের আনন্দ।

মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শিহাবুল হক সিরাজী জানান, আব্দুল্লাহর বাবা মজিবর সর্দার একজন দিনমজুর। ছয় মাস আগে তার মা কান্নাকাটি করে তাকে মাদ্রাসায় রেখে যান। এখন পর্যন্ত মাদ্রাসা থেকে তার খাবারের খরচ বহন করা হচ্ছে। তবে ঈদের আগে আব্দুল্লাহর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা যায়নি।
এই ঈদে আব্দুল্লাহর মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।