রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
২০২৬ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক গণনা অনুযায়ী, আত্মশুদ্ধি ও সংযমের এই পবিত্র মাসটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হতে পারে। তবে মাসের সঠিক সূচনা প্রথাগত চাঁদ দেখার ওপর নির্ভর করবে। খবর গালফ নিউজের।
রমজান শুরু কবে?
দুবাইয়ের ইসলামিক ক্যালেন্ডার রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার।
অন্যদিকে, হিজরি ক্যালেন্ডার অনুসারে রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সেই হিসেবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাস শেষ হতে পারে।
ঈদুল ফিতর কবে?
রমজান শেষে উদযাপিত হয় মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে বছরের প্রথম দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে। সাধারণত শাওয়াল মাসের প্রথম তিন দিন ঈদের সরকারি ছুটি থাকে।
উল্লেখ্য, হিজরি মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের কারণে আরবের একদিন পর সাধারণত রমজান ও ঈদ পালন করা হয়। সেই হিসেবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি।

এনটিভি অনলাইন ডেস্ক